ঢাকা: ফ্রেঞ্চ লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নান্তেসকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর তিন মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভান ডার উইলের পাস থেকে পিএসজিতে লিড এনে দেন এডিনসন কাভানি। ৩১ মিনিটে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লঁরা ব্লাঁর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখে পিএসজি। তবে, আর কোনো গোলের দেখা পায়নি পাস্তোরে-মাতুইদিরা। অন্যদিকে, স্বাগতিক নান্তেস তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তাই ম্যাচ শেষে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইব্রাহিমোভিচ-কাভানিরা।
উল্লেখ্য, মৌসুম শেষ হতে প্রতিটি দলের আরো তিনটি করে ম্যাচ বাকি। পয়েন্ট টেবিলে ৩৫ ম্যাচ শেষে ২১ জয়, ১১ ড্র ও তিন পরাজয়ে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৭১ পয়েন্টে দুইযে অলিম্পিক লিওনেইস। পিএসজি একটি ম্যাচে হোঁচট খেলেই তাদের কপাল খুলে যাবে।
কিন্তু, দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি কি হাতে ধরে এমন ভুল করবে?
বাংলাদেশ সময়: ১১১৮ ঘন্টা, মে ০৪, ২০১৫
আরএম