ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মার্সেল টেলিভিশন মহিলা কাবাডি ৮ ও ৯ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
মার্সেল টেলিভিশন মহিলা কাবাডি ৮ ও ৯ মে ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ৮ ও ৯ মে কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডি।
 
মার্সেল টেলিভিশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এছাড়া চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা দেওয়া হবে।
 
সোমবার (০৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ওয়ালটন গ্রুপের ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সদস্য সচিব এ কে এম ফারুক, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়- প্রতিযোগিতায় ৪টি দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব, জুড়াইন জনতা ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি ঢাকা এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বিচ কাবাডি দল।
 
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।