ঢাকা: আগামী ৮ ও ৯ মে কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডি।
মার্সেল টেলিভিশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
সোমবার (০৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ওয়ালটন গ্রুপের ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সদস্য সচিব এ কে এম ফারুক, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- প্রতিযোগিতায় ৪টি দল অংশ নেবে। এর মধ্যে রয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব, জুড়াইন জনতা ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি ঢাকা এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বিচ কাবাডি দল।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এএসএস/জেডএস