ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আগামী জুনে চারটি ম্যাচ খেলবে নেইমার বাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
আগামী জুনে চারটি ম্যাচ খেলবে নেইমার বাহিনী ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের পর এবারই প্রথমবারের মতো নিজেদের মাঠে খেলতে নামছে নেইমার বাহিনী। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে কার্লোস দুঙ্গার শিষ্যরা মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাও পাওলোর এলিনাজ পার্কে মাঠে নামবে।



গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে স্বাগতিক হিসেবে এবং ফেভারিট হিসেবে শুরু করা ব্রাজিল। তবে, জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে পড়ে সে সময়ের কোচের দায়িত্ব পালন করা লুইস ফেলিপ স্কলারির শিষ্যরা। নিজেদের তৃতীয় নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বসে ব্রাজিল।

তবে, বিশ্বকাপের পর নতুন ভাবে ঘুরে দাঁড়ায় কার্লোস দুঙ্গার দায়িত্বে থাকা সেলেকাওরা। নেইমারের অধিনায়কত্বে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। হারিয়েছে ইকুয়েডর, কলম্বিয়া, জাপান, তুরস্ক, চিলি, অস্ট্রিয়া, ফ্রান্স আর বর্তমান রানার্সআপ দল আর্জেন্টিনাকে।

আসন্ন কোপা আমেরিকাতেও চোখ রেখেছে দুঙ্গার শিষ্যরা। ফেভারিট হিসেবে শুরু করতে চায় তারা। আর কোপা আমেরিকার আসরে নামার আগে নিজেদের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মেক্সিকোর বিপক্ষে। আগামী ৭ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে সাও পাওলোতে।

২০১৪ সালে নির্মিত হওয়া এ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৪৩ হাজার। ব্রাজিল ফুটবলের নির্বাহী পরিচালক ভেনান্সিয়ো কাস্ত্রো জানিয়েছেন, ২০১৮ বিশ্বকাপ ঘরে আনার জন্য আমরা কোপা আমেরিকাকে প্রস্তুতি হিসেবে নিচ্ছি। তবে, কোপা আমেরিকায় আধিপত্য ধরে রাখতে আমরা বিশ্বকাপের পর প্রথমবারের মতো নিজেদের ঘরের মাঠে মেক্সিকোকে আতিথ্য দিচ্ছি। ম্যাচটি এলিনাজ পার্কে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেক্সিকোর পর ব্রাজিল মুখোমুখি হবে হন্ডুরাসের বিপক্ষে। ৯ জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ খেলে ১৪ জুন নেইমারদের মোকাবেলা করতে হবে পেরুকে। আর ১৭ জুন কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।