ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিকে ছোঁয়ার অপেক্ষায় রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৪, ২০১৫
মেসিকে ছোঁয়ার অপেক্ষায় রোনালদো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: লা লিগায় এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ ট্রফি পাওয়ার দৌড়ে সবার উপরে ক্রিস্টিয়ানো রোনালদো। খানিকটা পিছিয়ে আছেন লিওনেল মেসি।

তবে, শেষ দিকে এসে সামান্য ব্যবধানটাও অনেক বড় হয়ে উঠবে। মৌসুম শেষ হতে দু’জনই তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।

স্পেনের জনপ্রিয় স্পোর্টস নিউজপেপার ‘মার্কা’র পক্ষ থেকে প্রতি মৌসুম শেষে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতাকে পিচিচি ট্রফি দেওয়া হয়। যা লিগ কমিটির গভর্নিং বডি অর্থাৎ পরিচালনা পর্ষদ কর্তৃক স্বীকৃত।

সর্বোচ্চ ছয়বার পিচিচি অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি স্ট্রাইকার তেমো জারা। বার্সেলোনার হয়ে মেসি তিনবার ও রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো দু’বার এই ট্রফি জিতে নেন। তাই পর্তুগিজ তারকার এবার মেসিকে ছোঁয়ার পালা।

চলতি মৌসুমে রিয়ালের জার্সি গায়ে এখন পর্যন্ত ৩২টি লিগ ম্যাচে ৪২ গোল করেছেন সি আর সেভেন খ্যাত রোনালদো। অপরদিকে, বার্সার হয়ে প্রতিপক্ষের জালে ৪০ বার বল জড়ান মেসি। ম্যাচ খেলেন ৩৫টি। অবশ্য, গোল করার চেয়ে করানোতেই অভ্যস্ত হয়ে পড়ছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। এখন পর্যন্ত ১৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। এর পরেই আছেন রোনালদো (১৫টি) ও লুইস সুয়ারেজ (১৩টি)।

সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি-রোনালদোর ধারে কাছেও কেউ নেই। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান করেছেন ২২ গোল। আর চারে থাকা নেইমারের পা থেকে এসেছে ২১ গোল।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘন্টা, মে ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।