ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারের সাক্ষাৎ পেলেন টেক্সাসের কিশোরী (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ৪, ২০১৫
নেইমারের সাক্ষাৎ পেলেন টেক্সাসের কিশোরী (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বব্যাপী তারকা ফুটবলারদের রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা করা বা সময় কাটানোর সুযোগ কি কেউ হেলায় হাতছাড়া করে? ঠিক তেমনি বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের সাক্ষাৎ পেতে ১০ হাজার ডলারের মায়া ত্যাগ করেছেন ১৬ বছর বয়সী কিশোরী রিয়ান্নন কানেল্লি।



গত বছর ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিলের একটি পানীয় কোম্পানির পৃষ্ঠপোষকতায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হন আমেরিকার টেক্সাসে অবস্থিত উচ্চ মাধ্যমিক স্কুলের সকার খেলোয়াড় কানেল্লি। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্ভাব্য দু’টি পুরস্কারের কথা বলা হয়। এর মধ্যে একটি বেছে নিতে হবে।

তবে, দশ হাজার ডলারের নগদ অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রিয় তারকা নেইমারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন এই কিশোরী। তখন টেক্সাসের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি শুধু নেইমারের সঙ্গে দেখা করতে চাই। আমার কাছে এটি ১০ হাজার ডলারের চেয়েও মূল্যবান। ’

নেইমারের সঙ্গে দেখা হলে কিছু প্রস্তাব দেওয়ার কথাও বলেছিলেন কানেল্লি, ‘নেইমারের প্রতি আমার কিছু মজার প্রস্তাব রয়েছে। তাকে জিজ্ঞেস করবো, সে যদি আমাকে বিয়ে করতে চায় কিনা? তাকে আমি বিন্দুমাত্র ভয় পাব না। এমনকি তার কাছ থেকে আমাকে সরিয়ে নিতে কোনো সিকিউরিটির আশ্রয়ও নেবো না।

অবশেষে এই কিশোরীর অপেক্ষার অবসান ঘটেছে। গত সপ্তাহের শেষ দিকে নেইমারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মা ও ব্যক্তিগত কোচকে সঙ্গে নিয়ে স্পেনে আসেন কানেল্লি। পরে প্রিয় তারকার সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ যাবৎ সময় কাটান। পরে নেইমারের সঙ্গে সাক্ষাতের মুহূর্তটির ভিডিও ইউটিউবে আপলোড করা সহ তার নতুন বন্ধুর সঙ্গে তোলা কিছু ছবি টুইটারে পোস্ট করেন।

কানেল্লি তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘নেইমার আমার সামনে অনেক হাশিখুশি ছিল। আমি যে একজন মজার ‍মেয়ে এতোটুকু তো অন্তত বুঝতে পেরেছে!’ এছাড়াও দু’জনের জড়িয়ে ধরা অবস্থার একটি ছবির ক্যাপশনে লিখেন, ‘সম্ভবত এটি আমার জীবনের সেরা মুহূর্ত। ’ তিনি এও বলেন, ‘কিছু কিছু জিনিস অর্থ দিয়েও কেনা যায়না। ’



বাংলাদেশ সময়: ১৬২৪ ঘন্টা, মে ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।