ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে ইনজুরি সমস্যায় যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে ইনজুরি সমস্যায় যারা ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আসর। প্রায় শেষের দিকের এ আসরে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে জুভেন্টাস।

আর বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে বার্সেলোনা।

এদিকে ইউরোপ সেরার শেষ চারের লড়াইয়ে ইনজুরি সম্যসার কারণে দলগুলো পাচ্ছে না নিজেদের সেরা তারকাদের। আর এ সমস্যা সবচেয়ে বেশি জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের। কাতালানদের বিপক্ষে মাঠের বাইরে থাকতে পারেন দলের মূল তিন স্ট্রাইকার আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি ও রবার্ট লেভনডস্কি।

বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ডিএফবি পোকালের সেমিফাইনালে চোট পেয়ে এ মৌসুমই শেষ হয়ে যায় ডাচ তারকা রোবেনের। আর একই ম্যাচে চোয়ালের হাড় ভেঙে অনিশ্চিত লেভনডস্কি। পাশাপাশি ফ্রেঞ্চ উইঙ্গার রিবেরি সুস্থ না হয়ে ওঠায় চিন্তার ভাঁজ পড়েছে বায়ার্ন কোচ পেপ গার্দিওলার কপালে।

রিয়ালের বিপক্ষে প্রথম লেগ ঘরের মাঠে খেললেও জুভেন্টাস পাচ্ছে না দলের অন্যতম তারকা পল পগবাকে। কারণ ফেঞ্চ মিডফিল্ডার এখনও নিজেকে ফিট প্রমাণ করতে পারেন নি।

অন্যদিকে রিয়াল কোচ কার্লোস আনচেলত্তিও নেই স্বস্তিতে। দলের অন্যতম স্ট্রাইকার করিম বেনজেমা রয়েছেন ইনজুরিতে। পাশাপাশি এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন লুকা মদ্রিচ।

এদিকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা রয়েছে দারুণ ফুরফুরে মেজাজে। কারণ লুইস এনরিকের দলে স্ট্রাইকার, মিডফিল্ডার থেকে শুরু করে ডিফেন্ডারদের নেই কোন ইনজুরি সমস্য। সেই সঙ্গে মেসি-নেইমার-সুয়ারেজের গঠিত আক্রমণভাগ রয়েছে অসাধারণ ছন্দে। তাই ২০১০-১১ মৌসুমের পর আবারো শিরোপা উদযাপনে কিছুটা এগিয়ে থাকবে টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।