ঢাকা: আগামী ২৩ মে থেকে ঢাকায় শুরু হচ্ছে 'এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৫'। এ টুর্নামেন্টে ৮টি দেশ অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ।
এ সময়ে ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিঃ সহ-সভাপতি এএইচ আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বানিজ্য মন্ত্রী ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, 'দিন দিন বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। ভারত-পাকিস্তানের থেকে এখন বাংলাদেশ অনেক দিক থেকেই এগিয়ে। আমি নিজেও স্পোর্টস ম্যান ছিলাম, তাই খেলার প্রতি আমার আগ্রহ অনেক বেশি। ডাচ বাংলা ব্যাংকের মতো প্রতিষ্ঠান এগিয়ে এসেছে ভলিবলের মান উন্নয়নে। আমি বিশ্বাস করি ভলিবলও এগিয়ে যাবে। আমরা বীরের জাতি। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। '
তিনি আরও বলেন, 'আমি এ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। তাই এর উন্নয়নে যা যা করা দরকার সবই করা হবে। '
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, 'এ ধরণের আয়োজন ভলিবলের জন্য মঙ্গলজনক। আশা করছি একদিন ক্রিকেটের মতো ভলিবলও উন্নতি লাভ করবে। '
টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দেশ হল: স্বাগতিক বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান, মালদ্বীপ ও তাজিকিস্তান।
টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক ডাচ বাংলা ব্যাংক। তারা এ আসরে ৮০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। এ আসরের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ৪ মে ২০১৫
ইয়া/এমআর