ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে এশিয়ান সিনিয়র মেনস ভলিবল চ্যাম্পিয়ানশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মে ৪, ২০১৫
শুরু হচ্ছে এশিয়ান সিনিয়র মেনস ভলিবল চ্যাম্পিয়ানশিপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৩ মে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়ানশিপ ২০১৫।

সোমবার (০৪ মে) দুপুর ৩টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্ বাংলা ব্যংক অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন।



বাংলাদেশ ভলিবল ফেডারেশন এ লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

আগামী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে এশিয়ার ৮টি দেশ অংশ নেবে। দেশগুলো হল- আফগানিস্তান, নেপাল, কিরগিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ, তাজিকিস্তান ও বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে, এস তাবরেজ।

এছাড়াও ফডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এএইচ আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
পিআর/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।