ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারদের সঙ্গে মাঠে নামতে চান কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
নেইমারদের সঙ্গে মাঠে নামতে চান কাকা ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে চান সেলেকাওদের তারকা ফুটবলার কাকা। আসন্ন কোপা আমেরিকার আসরে ব্রাজিল দলে সুযোগ পেতে মরিয়া এসি মিলানের সাবেক এ তারকা।



৩৩ বছর বয়সী কাকা কোপা আমেরিকার আসরে মাঠে নামার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তার বিশ্বাস সেলেকাওদের কোচ কার্লোস দুঙ্গা তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ব্রাজিল দল ঘোষণা করবেন। আর সে দলে অভিজ্ঞতার দিক দিয়ে সুযোগ মিলবে তার।

ব্রাজিল আয়োজিত বিশ্বকাপে লুইস ফেলিপ স্কলারির দলে জায়গা পান নি কাকা। মেজর লিগ সকারে খেলা কাকা বিশ্বকাপের পর দুঙ্গার দলে ডাক পেয়েছেন। তবে, দুটি ম্যাচে তাকে বেশির ভাগ সময় সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছিল।

কিন্তু কোপা আমেরিকার আসরে খেলতে মরিয়া কাকা বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি দুঙ্গা মনে করেন আমি দলের জন্য সুযোগ পাওয়ার যোগ্য, তবে আমি প্রস্তুত। এখনও আমি গতি আর ফুটবলের অভিজ্ঞতা দিয়ে ব্রাজিল দলের ফুটবলে অবদান রাখতে পারব।

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকা আরও যোগ করেন, তবে এসব কিছু আমার ওপর নির্ভর করছে না।

এ সময় কাকা বলেন, গত বিশ্বকাপে আমরা শেষ মুহূর্তে ভালো করতে পারি নি। ফলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু দ্বিতীয়বারের মতো দুঙ্গা দায়িত্ব নিয়ে দলটির চেহারা পাল্টে দিয়েছেন। তিনি আমাকে পাল্টে যাওয়া দলটিতে ডাকবেন বলে বিশ্বাস করি।

ব্রাজিলের জার্সি গায়ে কাকা মাঠে নামেন ২০০২ সালে। সে বছরই বিশ্বকাপ জয়ী দলটিতে ছিলেন তিনি। দু’বার ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতিয়েছেন ব্রাজিলকে। দেশের জার্সি গায়ে খেলেছেন ৮৯টি ম্যাচ, সেলেকাওদের হয়ে গোল করেছেন ২৯টি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।