ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫-এর লোগো উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ মে’২০১৫) রাজধানীর জোয়ার সাহারা এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয় লোগো উন্মোচন অনুষ্ঠানের।
লোগো উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
পরে বাংলাদেশ গলফ ফেডারেশনের সঙ্গে এশিয়ান ট্যুরের চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আবুল ফজল মো. সানাউল্লাহ ও এশিয়ান ট্যুরের ফ্রিৎজ ক্যাটজেনগ্রাবার।
এ সময় এশিয়ান ট্যুরের মোহাম্মদ শারিজ, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান ও ফেডারেশনের জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।
বাংলাদেশে প্রথমবারের মতো গলফ আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। বসুন্ধরা গ্রুপ সমাজের খেলাধুলা বিকাশে সব সময় সহযোগিতা করে থাকে।
এশিয়ান ট্যুরের ফ্রিৎজ ক্যাটজেনগ্রাবার বলেন, টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। সহযোগিতা করায় বাংলাদেশে এ ধরনের দীর্ঘ মেয়াদী আয়োজন করা সম্ভব হয়েছে। সিদ্দিকুর বাংলাদেশের ভবিষ্যত গলফারদের জন্য প্রেরণা।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চলতি বছরের ২৭ থেকে ২৯ মে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৫০জন খ্যাতিমান গলফার অংশ নেবেন। প্রথম টুর্নামেন্টের পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩ লাখ ডলার।
কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে চলতি বছরের ৭ এপ্রিল বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ গলফ ফেডারেশনের মধ্যে ৩ বছর মেয়াদী চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫/আপডেটেড- ১৮৫০ ঘণ্টা।
এসই/এনএস/