ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কারাতে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
কারাতে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ৩-৬ সেপ্টেম্বর জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত হবে ‘একেএফ সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ'। আর ১৮-২০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে ডব্লিউকেএফ আয়োজিত ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ’ এবং ২৬-২৭ সেপ্টেম্বর জার্মানির কোবোর্গে ডব্লিউকেএফ আয়োজিত ‘কারাতে-১ প্রিমিয়ার লীগ প্রতিযোগিতা’।

 

এ তিনটি আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষক, রেফারি ও জাজের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে সোমবার। কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ কারাতে প্রশিক্ষক, রেফারি ও জাজ অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মোখলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যরা।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক শেখ আলী আহসান বাদল, হুমায়ুন কবির, ইছানুর রহমান এহসান ও মোস্তাফিজুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৪ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।