ঢাকা: স্প্যানিশ ঘরোয়া ফুটবল লা লিগায় প্রায় প্রতিটি দলই আরো তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আর এই তিন খেলার মধ্যে লিগ টেবিলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনাকে লড়তে হবে তৃতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
তবে দারুণ ফর্মে থাকা বার্সাকে এ ম্যাচে জিততে দিবে না বলে জানান অ্যাতলেটিকো মিডফিল্ডার কোকে।
বর্তমানে তৃতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো কোনো একটি ম্যাচ হারলেই হয়ত একধাপ নিচে নেমে যাবে। তাই সম্প্রতি নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মত কাতালানদের উপর দাপট দেখাতে চায় রোজি ব্লাঙ্কসরা।
এক সাক্ষাৎকারে কোকে বলেন, ‘আমরা একটি পেশাদার দল আর এই ম্যাচটি আমরা জিততে চেষ্টা করবো। বার্সার বিপক্ষে জেতাটা সব সময়ই আনন্দের। কারণ তারা বিশ্বসেরা একটি ক্লাব। ’
আগামী ১০ মে লেভান্তের বিপক্ষে ম্যাচের পর ১৭ মে বার্সার বিপক্ষে লড়বে দিয়েগো সিমিওনের শিষ্যরা। আর ২৪ মে গ্রানাডার বিপক্ষে এ মৌসুমে লিগের শেষ ম্যাচ খেলবে দলটি।
বর্তমানে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো তৃতীয়স্থানে থাকলেও সমান ম্যাচে ৮৭ ও ৮৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সা ও রিয়াল।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএমএস