ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চট্টগ্রাম আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ৪, ২০১৫
চট্টগ্রাম আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচ ড্র

ঢাকা: চট্টগ্রাম আবাহনী আর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি শুরু হবার আগেই নিষ্প্রাণ ম্যাচের 'তকমা' সেটে যায় দুই দলের গায়ে। কারণ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি দুই দলই ছিল অপেক্ষাকৃত দুর্বল।



তবে ম্যাচটি ছিল প্রাণবন্ত, তাই খেলা দেখে সন্তুষ্ট মাঠে আগত দর্শকগণ। শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র করেই মাঠ ছাড়ে পুরান ঢাকার দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

শুরুতেই এগিয়ে যায় চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হিমু (১-০)। নাইজিরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্স ১৩ মিনিটে গোল করে সমতায় ফেরান ফরাশগঞ্জকে। সতীর্থ মিডফিল্ডার মলয় বমর্ণের স্কয়ার পাস পেয়ে লক্ষ্যভেদ করেন উচে (১-১)।

২৪ মিনিটে আবারও গোল করে এগিয়ে যায় ‘নীলকুঠি’রা। সতীর্থের কাছ থেকে থ্রু পাস পেয়ে বল নিয়ে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল। তীব্র জোড়ালো ও গড়ানো শটে তিনি পরাস্ত করেন আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ সেলিমকে (২-১)। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাশগঞ্জ।

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলা চালিয়ে যায়। তবে ফরাশগঞ্জের গোলপ্রচেষ্টা সফল না হলেও সফল হয় আবাহনীর প্রচেষ্টা। ম্যাচের ৭০ মিনিটের মাথায় বদলী মিডফিল্ডার মোহাম্মদ হানিফ গোল করলে সমতায় ফেরে আবাহনী শিবির (২-২)।

নির্ধারিত সময় শেষে রেফারি ভারত চন্দ্র গৌড় বাঁশি বাজালে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

৬ ম্যাচে এটা আবাহনীর প্রথম ড্র, পয়েন্ট ৪। ১১ দলের মধ্যে নবম স্থানে রয়েছে দলটি। পক্ষান্তরে ফরাশগঞ্জের অবস্থানের উন্নতি হয়েছে একধাপ। তলানীতে থেকে দশম স্থানে উন্নীত হলো তারা। তলানীতে ঠেলে দিল টিম বিজেএমসিকে। ৬ ম্যাচে এটা তাদের দ্বিতীয় ড্র আর অর্জিত পয়েন্ট ২।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৪ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।