ঢাকা: এক সময় প্রতিপক্ষের রক্ষণ দেয়াল অনায়াসেই ভেঙে ফেলতেন। দু-চারজনকে কাটিয়ে বল নিয়ে যাওয়াটা তার জন্য কোনো ব্যাপারই ছিল না।
তবে, মেক্সিকান লিগে কুয়েরেতারোর হয়ে খেলার সময় অহেতুক ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। মোরেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় কুয়েরেতারো। ৬০ মিনিটে বদলি হিসেবে নেমে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোলটি করেন ৩৫ বছর বয়সী রোনালদিনহো।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে মাঝ মাঠে বল নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধায় অযথাই পড়ে যান রোনালদিনহো। সঙ্গে সঙ্গেই রেফারি তাকে হলুদ কার্ড প্রদর্শন করেন। এ সময় সাবেক বার্সা তারকা বেশ হাস্যোজ্জ্বল ছিলেন।
রোনালদিনহোর মতো একজন বিশ্বসেরা ফুটবলারের ডাইভ কাণ্ডে খেলোয়াড়দের পাশাপাশি মাঠে থাকা দর্শকরাও রীতিমত অবাক হয়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘন্টা, মে ০৫, ২০১৫
আরাএম