ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গার্দিওলা-মেসির আগের সম্পর্ক নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ৫, ২০১৫
গার্দিওলা-মেসির আগের সম্পর্ক নেই লিওনেল মেসি

ঢাকা: পেপ গার্দিওলার অধীনেই ক্যারিয়ারের সেরা সময় পার করেন লিওনেল মেসি। ওই সময়ে টানা চারবার বিশ্বসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর নিজের করে নেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা।

তবে, সাবেক কোচের সঙ্গে আগের মতো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

২০১২ সালে বার্সা ছেড়ে পরের মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ হন গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এবার সাবেক ক্লাব বার্সার মুখোমুখি হচ্ছেন এই স্প্যানিশ কোচ। ন্যু ক্যাম্পে আগামী ৭ মে রাতে দু’দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০৫ মে) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘গার্দিওলা কোচ থাকাকালে আমরা সেরা সময় পার করেছি। তার অধীনে অনেক শিরোপা জিতেছি। ওই সময়ে তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক ছিল। কিন্তু, এখন আর আগের মতো সম্পর্ক নেই বললেই চলে। ’

তিনি আরও উল্লেখ করেন, ‘ক্লাবের দায়িত্ব ছাড়ার পর থেকে গার্দিওলার সঙ্গে খুব কমই দেখা হয়েছে। সর্বশেষ ফিফা’র ব্যালন ডি’অর অনুষ্ঠানের পর তার সাথে আর যোগাযোগ হয়নি। তবে, তিনি যে একজন বিশ্বমানের কোচ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ’

বায়ার্নের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে মেসি বলেন, ‘সেমিফাইনাল ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। দুই বছর আগে আমরা বায়ার্নের বিপক্ষে বাজেভাবে হেরেছি। এবার আর তার পুনরাবৃত্তি ঘটবে না। কারা জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। দুই দলেই সেরা মানের খেলোয়াড় রয়েছে। ঘরের মাঠে ভালো ফলাফল করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই মাঠে নামব। জার্মানিতে ফিরতি পর্বের ম্যাচেও জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘন্টা, মে ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।