ঢাকা: ঘরের মাটিতে বিশ্বকাপ জিততে না পারার হতাশা নিয়ে কোপা আমেরিকায় দৃষ্টি ব্রাজিলের। আসন্ন কোপা আমেরিকার আসরে অংশ নিতে ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এ ফুটবল আসর নিয়ে বেশ আশাবাদী কার্লোস দুঙ্গার দল।
দুঙ্গার ঘোষিত দল থেকে ছিটকে পড়েছেন চেলসির তারকা অস্কার। এ প্রসঙ্গে দুঙ্গা বলেন, অস্কার চেলসির সর্বশেষ অনুশীলনের সময় ইনজুরিতে ছিল। আমি মরিনহোর (চেলসির কোচ) এবং তাদের দলের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে অস্কারকে নিয়ে ঝুঁকি না নিতে। আমার মনে হচ্ছে কোপা আমেরিকায় তাকে না পেলেও বিশ্বকাপ প্রস্তুতি পর্বের ম্যাচগুলো অস্কারকে খেলাতে পারব।
এদিকে ব্রাজিল দলে সুযোগ হয়নি বার্সেলোনার তারকা দানি আলভেজের। আর অভিজ্ঞ কাকাকে বাদ রেখে দল সাজিয়েছেন দুঙ্গা।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে নেইমারের ব্রাজিল এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। বিশ্বকাপের পর সেলেকাওরা হারিয়েছে বর্তমান রানার্সআপ আর্জেন্টিনাকে। এছাড়া জাপান, চিলি, কলম্বিয়া, অস্ট্রিয়া, তুরস্ক, ইকুয়েডর আর ফ্রান্সকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেইমার বাহিনী।
ব্রাজিল দল:
গোলরক্ষক: জেফারসন, দিয়েগো আলভেজ, মার্সেলো গ্রোহি।
ডিফেন্স: ডেভিড লুইজ, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্ডা, দানিলো, মার্সেলো, ফেলিপ লুইস, ফ্যাবিনহো।
মিডফিল্ডার: লুইস গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, ক্যাসেমিরো, এভারটন রিবেরিও, দগলাস কস্তা, উইলিয়ান, কোউতিনহো।
ফরোয়ার্ড: নেইমার, দিয়েগো তারদেলি, রোবিনহো, রবার্তো ফারমিনো।
জুনের ১৪ তারিখ পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে ৪৪তম কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে ব্রাজিলকে লড়তে হবে পেরু, কলম্বিয়া আর ভেনেজুয়েলার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, ০৬ মে ২০১৫
এমআর