ঢাকা: অনেক জল ঘোলা করে অবশেষে বার্সেলোনার সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করছেন ব্রাজিল তারকা দানি আলভেজ। খুব শিগগিরি ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন এ ব্রাজিলিয়ান।
গত ৯ এপ্রিল আলভেজের এজেন্ট দিনোরাহ সান্তা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বার্সা থেকে তাদের এক বছরের জন্য নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তাতে রাজী নই।
এ মৌসুম শেষেই বার্সার সঙ্গে আলভেজের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কাতালানরা সম্প্রতি চুক্তি নবায়নের একটা প্রস্তাব দিলেও তা অসন্তোষজনক বলে দাবি করেন তার এজেন্ট। তাই ৩১ বছর বয়সী এ ডিফেন্ডারের বার্সা অধ্যায় অনেকটা শেষের পথে ধরে নেওয়া হয়েছিল।
ব্রাজিলের হয়ে ৭৯ ম্যাচ খেলা ৩২ বছর বয়সী আলভেজ ২০০৮ সালে সেভিয়া থেকে কাতালান ক্লাবে নাম লেখান। সাবেক ক্লাব সেভিয়ার হয়ে ১৭৫ ম্যাচ খেলা আলভেজ বার্সার হয়ে মাঠে নেমেছেন ২১৭ ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১২ মে ২০১৫
এমআর