ঢাকা: মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় এ ম্যাচের আগে বার্সা ফুরফুরে মেজাজে থাকলেও, উল্টো দিকে বায়ার্নকে নামতে হবে পুরোপুরি ব্যাকফুটে থেকে।
বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ম্যাচটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
ক্যাম্প ন্যু’তে প্রথম লেগের খেলায় ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত কাতালনদের আটকে রাখলেও শেষ ১৭ মিনিটে বায়ার্নকে তিনটি গোল হজম করতে হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতেই ফাইনালের পথ অনেকটাই পরিস্কার করে রাখে লুইস এনরিকের শিষ্যরা।
এদিকে জার্মান লিগ চ্যাম্পিয়নরা ম্যাচে জয় তো দূরে থাক, ড্র করতেই হিমশিম খাচ্ছে। বাভারিয়ানরা ঘরোয়া কাপ ডিএফবি পোকালের সেমিফাইনালে হেরে ইতোমধ্যে ট্রেবল জয়ের স্বপ্ন ভঙ্গ করেছে। আর টানা তিনবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলেও হেরেছে পরপর দুটি ম্যাচ।
তবে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সাকে হারিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা চমক দেখাতে পারে বলে জানান দলটির স্ট্রাইকার থমাস মুলার। কাতালানদের ৪-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়ারও ইঙ্গিত দেন তিনি।
এদিকে বার্সা শিবির রয়েছে দারুণ ছন্দে, সেই সঙ্গে দলে নেই কোন ইনজুরির সমস্যা। ট্রেবল জয়ে আশাবাদী স্প্যানিশ জায়ান্টরা ইতোমধ্যে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে। আর লা লিগার শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করায় গ্যালাকটিকোদের থেকে চার পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে এনরিক শিষ্যরা।
বার্সা নিজেদের সর্বশেষ আট ম্যাচে টানা জয় নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। যেখানে সাতটি ম্যাচই ছিল বড় ব্যবধানের জয়। আর এ ম্যাচ গুলোতে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজরা করেছেন ২৮টি গোল।
অন্যদিকে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে কোনঠাসা বায়ার্ন। অবশ্য দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে জার্মানরা এগিয়ে থাকলেও আজকের ম্যাচে ফুটবল বোদ্ধারা বার্সাকেই ফেভারিট মানছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমএস