ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

প্রাথমিক দলে নতুন দুই মুখ

স্পোর্টস করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, মে ১২, ২০১৫
প্রাথমিক দলে নতুন দুই মুখ

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্ব ও দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ৩২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ঠাঁই পেয়েছেন নতুন দুই মুখ।



চলমান পেশাদার লিগে অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে ক্রুইফের নজর কেড়ে পুনরায় দলে স্থান করে নিয়েছেন সাত ফুটবলার ও ফিলিপিন্স লিগে খেলা জার্মান প্রবাসী রিয়াসাত খাতন।

জাতীয় দলে প্রথম ডাক পেয়েছেন গোলরক্ষক আশরাফুল আলম রানা (মোহামেডান) ও মোহাম্মদ নাইম (টিম বিজেএমসি)। জাতীয় দলের ক্যাম্পে আবার ডাক পেয়েছেন রেজাউল করিম (শেখ রাসেল), তৌহিদল আলম সবুজ (ঢাকা মোহামেডান), এনামুল হক (মুক্তিযোদ্ধা), জুয়েল রানা (মোহামেডান), ইমন মাহমুদ (আবাহনী), কেস্ট কুমার (শেখ জামাল) শাহেদুল আলম (ঢাকা আবাহনী) ও প্রবাসী রিয়াসাত খাতন।

আর সর্বশেষ জাতীয় দলে খেলা তিন ফুটবলার বাদ পেড়েছেন। তারা হলেন: শাখওয়াত রনি, আতিকুর রহমান মিশু ও মিঠুন চৌধুরী।

এ দলটিকে আগামী ১৭ মে বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। চলমান লিগে যে সকল খেলোয়াড়দের খেলা শেষ সে সকল খেলোয়াড়গণ রিপোর্ট করে ক্যাম্পেই অবস্থান করবেন। আর যাদের খেলা চলছে তারা নির্ধারিত ম্যাচে অংশ নিয়ে ক্যাম্পে যোগ দেবেন। এভাবে সপ্তাহ খানেক বাফুফেতে অবস্থান করে ক্যাম্পে অংশ নেবেন তারা। পরে সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প স্থানান্তর করা হতে পারে।

২১ মে  পেশাদার লিগের প্রথম লেগ শেষে প্রাথমিক দলের সবাই ক্যাম্পে অংশ নেবেন। এ ছাড়াও অনুশীলন ভেন্যু হিসেবে সিলেট, দিনাজপুর ও খুলনার কথাও ভাবা হচ্ছে।

৩২ জনের প্রাথমিক দল
গোলরক্ষক: রাসেল মাহমুদ, শহিদুল আলম, মাজহারুল ইসলাম, মো: নাঈম, আশরাফুল ইসলাম রানা

ডিফেন্ডার: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো: লিঙ্কন, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস।

মিডফিল্ডার: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম, রিয়াসাত খাতন, ইমন মাহমুদ।

ফরোয়ার্ড: তকিলস আহমেদ, মো: ওয়াহেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবুল বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজিব, রুবেল মিয়া, এনামুল হক, তৌহিদুল আলম সবুজ।   

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১২ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।