ঢাকা: গত মাসেই ইংল্যান্ডের পিএফএ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এবার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের চোখেও সেরা ফুটবলার হলেন চেলসির তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড।
ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যম ও এজেন্সির ফুটবল বিষয়ক সাংবাদিকদের সমন্বয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লুএ) প্রতিষ্ঠিত হয়। তারা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘হ্যাজার্ডকে বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। ’
ইতোমধ্যেই চেলসির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেছে। চার মৌসুম পর ব্লুজদের এই সাফল্যের নেপথ্যে অন্যতম ভূমিকা রাখেন হ্যাজার্ড। লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ১৪ গোল ও ৮টি অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। এই মৌসুমের ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপাও ঘরে তোলে হোসে মরিনহোর শিষ্যরা।

হ্যাজার্ডের খেলায় যে সবাই মুগ্ধ তা ভোটের ফলাফলেই প্রমাণিত। তিনশ সাংবাদিকের দেওয়া ভোটের অর্ধেকের বেশি তার পক্ষেই যায়। দ্বিতীয় হয়েছেন টটেনহামের তরুণ ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তৃতীয় স্থান অর্জন করেন চেলসির অধিনায়ক জন টেরি। গত মৌসুমে এই অ্যাওয়ার্ড জিতেছিলেন সাবেক লিভারপুল তারকা লুইস সুয়ারেজ।
হ্যাজার্ড-টেরি ছাড়াও চেলসির মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস, ডিফেন্ডার ব্রানিসলাভ ইভানোভিচ ও গোলরক্ষক থিবু কর্তোয়া শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। এছাড়াও রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া, আর্সেনালের চিলিয়ান স্ট্রাইকার আলেক্সিস সানচেজ, ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও লেইচেস্টার সিটির হয়ে খেলা সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসো।
উল্লেখ্য, ২১ মে লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে একটি ডিনার অনুষ্ঠানে হ্যাজার্ডের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এফডব্লুএ’র চেয়ারম্যান অ্যান্ডি ডুন বলেন, ‘তালিকার প্রত্যেকেই বিশ্বমানের ফুটবলার। এদের মধ্য থেকে সেরা হওয়ার জন্য হ্যাজার্ডই যোগ্য ছিলেন। ’
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘন্টা, মে ১২, ২০১৫
আরএম