সাতক্ষীরা: সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০১৫। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল জয় লাভ করেছে।
মঙ্গলবার (১২ মে) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন।
চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ৫-০ গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাতক্ষীরার কৃতি সন্তান ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সাবিনা ২টি গোল করেন।
টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ১৩ মে বুধবার বিকাল ৪টায় একই ভেন্যুতে বাগেরহাট জেলা দল ও বিজেএমসি মহিলা ফুটবল দল মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১২ মে ২০১৫
এমআর