ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

জয়ে ফিরলো ব্রাদার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ১২, ২০১৫
জয়ে ফিরলো ব্রাদার্স ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথমার্ধ জুড়ে নিষ্প্রাণ ম্যাচটি দ্বিতীয়ার্ধে যেন প্রাণ ফিরে পায়। মঙ্গলবার (১২ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে 'জায়ান্ট কিলার' খ্যাত রহমতগঞ্জকে হারিয়েছে।

এ জয়ের ফলে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো গোপীবাগের দলটি।

ম্যাচে ব্রাদার্সের হয়ে একমাত্র গোলটি করেন অগাস্টিন ওয়ালসন। এটি লিগে অগাস্টিনের ব্যক্তিগত সপ্তম গোল। ফলে মুক্তিযোদ্ধার এনামুল হকের সাথে তিনি যুগ্মভাবে লিগের শীর্ষ গোলদাতা।      

প্রথমার্ধে শুরুতেই আক্রমণে যায় রহমতগঞ্জ। কিন্তু তাদের দলগত আক্রমণ রুখে দেয় ব্রাদার্সের রক্ষণভাগ। ১৭ মিনিটে নুরুল আবসারের একটি শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। পক্ষান্তরে ব্রাদার্স ইউনিয়ন ছিল অনেকটাই নিষ্প্রাণ। ফলে প্রথমার্ধ শেষে গোলশূণ্য ভাবেই বিরতিতে যায় দুই দল।

কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। এরই মাঝে মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়েন রহমতগঞ্জের নির্ভরযোগ্য ফরোয়ার্ড নুরুল আবসার ও অধিনায়ক জাহাঙ্গীর আলম। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফলে খানিকটা দুর্বল রহমতগঞ্জকে চেপে ধরে ব্রাদার্স।

৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাদার্স। ক্যাস্টার একনের ব্যাকহিল রিসিভ করে রহমতগঞ্জের জালে পাঠান অগাস্টিন ওয়ালসন (১-০)।

এই জয়ে ৮ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ১৪ পয়েন্ট, অবস্থান ৬ষ্ঠ। সমান সংখ্যক ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ৮ পয়েন্ট, অবস্থান ৭ম।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১২ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।