ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

খেলা

জুভিদের বিপক্ষে ফিরছেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, মে ১২, ২০১৫
জুভিদের বিপক্ষে ফিরছেন বেনজেমা করিম বেনজেমা

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচের মধ্য দিয়ে এক মাস পর মাঠে নামবেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

হাঁটুর ইনজুরির কারণে তিনি দলের বাইরে ছিলেন। বেনজেমার ফেরার খবরটি স্বয়ং রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নিজেই জানিয়েছেন।

সেমিফাইনালের প্রথম লেগে জুভিদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় রোনালদো-রদ্রিগেজরা। তাই বার্নাব্যুতে ফিরতি পর্বের ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের জয়ের বিকল্প নেই। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা এখন শতভাগ ফিট। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার। জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে প্রথম একাদশে অথবা বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে দেখা যাবে। ’

ইতালিয়ান কোচ আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে বেনজেমা কার্যকরী ভূমিকা রাখে। সে নি:সন্দেহেই বিশ্বমানের ফুটবলার। গোল করতে না পারলেও তার উপস্থিতিতে আক্রমণভাগের গতি বেড়ে যায়। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তার যথেষ্ট দক্ষতা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘন্টা, মে ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।