ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

‘নিজের হাতেই বালোতেল্লির ভবিষ্যত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জুলাই ২২, ২০১৫
‘নিজের হাতেই বালোতেল্লির ভবিষ্যত’ ছবি : সংগৃহীত

ঢাকা: লিভারপুলের প্রাক-মৌসুম সফরে খেলছেন না স্ট্রাইকার মারিও বালোতেল্লি। আর দলের কোচ ব্রেন্ডন রজার্স জানিয়েছেন লিভারপুলের থাকা না থাকার বিষয়টি বালোতেল্লির নিজের হাতেই রয়েছে।



অল রেডসরা ২০১৫-১৬ মৌসুমে প্রস্তুতি নিতে ফার ইস্টে রয়েছে। সেখানে দলটি মালেশিয়া একাদশের বিপক্ষে লড়বে। তবে মেলউডে খেলা এ ম্যাচে নেই বালেতেল্লি।

এদিকে এ ব্যাপার টি প্রমাণ করে বালোতেল্লির ভবিষ্যত বাতাসে ভাসছে। আর রজার্স জানিয়েছেন, বিষয়টি ইতালির জাতীয় দলের ফুটবলারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

রজার্স বলেন, ‘মারিও অবশ্যই সফরে নেই। তবে সে কঠোর অনুশীলন করছে। আর তার ভবিষ্যত তার ওপরই ছেড়ে দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।