ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

বায়ার্নে যোগ দিচ্ছেন ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জুলাই ২৩, ২০১৫
বায়ার্নে যোগ দিচ্ছেন ভিদাল ছবি: সংগৃহীত

ঢাকা: আরতুরো ভিদালকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আগামী সপ্তাহে এ চিলিয়ান মিডফিল্ডারের মেডিকেল পরীক্ষা করানো হবে।

এর পরই চুক্তির বিষয়টি অফিসিয়ালি চূড়ান্ত হবে। বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল হেইঞ্জ রুমেনিগের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে গোল ডট কম।

বাস্তিয়ান শোয়েনস্টেইগার বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই জুভেন্টাসের তারকা মিডফিল্ডার ভিদালকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগে জার্মান জায়ান্টরা। বাভারিয়ানদের কোচ পেপ গার্দিওলার আগ্রহটাই ছিল বেশি। অবশেষে ইতালি ছেড়ে জার্মানিতে পাড়ি জমাচ্ছেন কোপা আমেরিকা জয়ী এ মিডফিল্ডার।

উক্ত সূত্রমতে, ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দেবেন ভিদাল। তবে, কত বছরের চুক্তি হবে তা এখনো জানা যায়নি। মেডিকেল পরীক্ষার পরই এটি নিশ্চিত করবেন ক্লাবের সিইও রুমেনিগে।

এক সাক্ষাৎকারে রুমেনিগে বলেন, ‘নীতিগতভাবে আমি নিশ্চিত করছি, ‘জুভেন্টাস ও ভিদালের সঙ্গে আমরা একটা ঐক্যমতে পৌঁছেছি। মেডিকেল পরীক্ষার পরই চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি, আগামী সপ্তাহেই সে বায়ার্নের ট্রেনিংয়ে যোগ দেবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।