ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

ম্যানইউর হাতে ট্রেবল দেখছেন এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জুলাই ২৬, ২০১৫
ম্যানইউর হাতে ট্রেবল দেখছেন এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। দল হারলেও প্রতিপক্ষের কোচ লুইস ফন গালের ভূয়সী প্রশংসা করেছেন বার্সা কোচ লুইস এনরিক।

তার মতে, আগামী মৌসুমে ডাচ কোচের অধীনে রেড ডেভিলসদের ট্রেবল শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।

তাহলে কি ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানইউর জয়জয়কার হবে? এনরিক তো তাই মনে করছেন। ‘এক মৌসুম আগে বার্সা ট্রফিহীন ছিল। কিন্তু, গত মৌসুমেই আমরা ট্রেবল জয় করি। ম্যানইউও এমনটি করতে পারে। এটা একটা সেরা ক্লাব। ’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথাই তুলে ধরেন এনরিক।

বার্সা কোচ আরও বলেন, ‘ফন গালের মতো একজন বিশ্বমানের কোচ ম্যানইউর কোচের দায়িত্বে আছেন। তাদের দলে ভালো মানের বেশ কয়েকজন খেলোয়াড়ও রয়েছে। এটা এমন একটি দল যারা যেকোনো প্রতিযোগিতায় শিরোপা জেতার অন্যতম দাবিদার। ’

ম্যানইউর বিপক্ষে হার প্রসঙ্গে এনরিক উল্লেখ করেন, ‘এটা লজ্জার যে মাঠ অনেক শুষ্ক ছিল। এতে করে দুদলকেই বেগ পেতে হয়েছে। গোলপোস্টে বল লাগায় আমরা কয়েকটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হই। তবে এটি খেলারই একটি অংশ। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অবশ্য এ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।