ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

খেলা

টিটির সাত সিদ্ধান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুলাই ৩০, ২০১৫
টিটির সাত সিদ্ধান্ত

ঢাকা: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা গত মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতটি সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেডারেশনের সভাপতি বিদেশে থাকায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম।

সিদ্ধান্তগুলো হলো:

১) এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের  বাংলাদেশের কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর।

২) এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের মিডিয়া কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সদস্য আহসান আহমেদ অমিত।

৩) এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি এ. টি. এম. শামসুল আলম।

৪) সাউথ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড কোচিং কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল হক সাদী।

৫) কমনওয়েলথে বাংলাদেশের কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

৬) আগামী ১৭-১৯ আগস্ট পর্যন্ত প্রাইজমানি ওপেন একক র‌্যাংকিং টুর্ণামেন্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং খেলোয়াড়দের এন্ট্রি-ফি ১২ আগস্টের মধ্যে জমা দিতে হবে।

৭) তৃতীয় জাতীয় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আগামী ২৩-২৭ আগস্ট পর্যন্ত দিনাজপুরে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
ইয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।