ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্পেন নয়, রামোসের লক্ষ্য এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
স্পেন নয়, রামোসের লক্ষ্য এল ক্লাসিকো ছবি : সংগৃহীত

ঢাকা: সেভিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম পরাজয়ে শীর্ষস্থান হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে যোগ হয় ডিফেন্ডার সার্জিও রামোসের ইনজুরি।

স্পেনের হয়ে প্রীতি ম্যাচ এবং লা লিগায় এল ক্লাসিকোতে তার মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়। তবে স্পেন নয়, বার্সেলোনার বিপক্ষে ফিরতে মরিয়া রিয়াল অধিনায়ক।

আগামী ২১ নভেম্বর (শনিবার) বার্নাব্যুতে হাইভোল্টেজ এল ক্লাসিকো ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। এর আটদিন আগে (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক স্পেন। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে যথাক্রমে রাত সোয়া ১১টা ও দিবাগত রাত পৌনে ২টায়।

পুরনো কাঁধের চোটে আক্রান্ত হয়ে ম্যাচের ৩২ মিনিটের মাথায় মাঠ ছাড়েন রামোস। অথচ সেভিয়ার মাঠে তার দর্শনীয় বাইসাইকেল কিকের গোলেই (২২ মি.) প্রথমে লিড নেয় রিয়াল। কিন্তু, ম্যাচ শেষে ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-বেল-ইস্কো-লুকা মডরিচরা।

এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘কাঁধের অবস্থা খুব একটা ভালো নয়। সেভিয়ার বিপক্ষে গোল করার পরই ব্যথা অনুভব করি। এখন শুধু ইনজুরি থেকে সেরে ওঠার কথাই ভাবছি। তবে এখনই মাঠে ফেরা অসম্ভব। সুস্থ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পেনের হয়ে প্রীতি ম্যাচে মাঠে নামাটা অনিশ্চিত। যা কঠিনই বলা যায়। তবে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে ফিরতে পারি। সে অপেক্ষাতেই রয়েছি। ’

মৌসুমের ১১তম লিগ ম্যাচে এসে হারের স্বাদ নেয় রিয়াল (২৪ পয়েন্ট)। এরই সুবাদে চির প্রতিদ্বন্দ্বীদের টপকে শীর্ষস্থান নিশ্চিত করে বার্সা (২৭ প.)। গ্যালাকটিকোদের হারের রাতে ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় ‍কাতালানরা। অথচ ফুটবল ভক্ত-সমর্থকরা ভেবেই রেখেছিলেন, বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো ম্যাচ দিয়েই শীর্ষস্থানের লড়াইয়ে নামবে রিয়াল-বার্সা। কিন্তু, তার আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটি উপহার দিল লস ব্লাঙ্কসরা!

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।