ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের মেডিকেল টিমে অনাস্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
রিয়ালের মেডিকেল টিমে অনাস্থা ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের মেডিকেল ডিপার্টমেন্টের সক্ষমতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক সার্জিও রামোস। ক্লাবের প্রধান ডাক্তার জিসাস ওলমোর প্রতি খেলোয়াড়দের আস্থা নেই বলেও তিনি নিশ্চিত করেন।



রামোস নিজেই কাঁধের ইনজুরিতে ভুগছেন। ব্যথানাশক ইনজেকশন নিয়েই শেষ কয়েকটি ম্যাচে মাঠে নামেন স্প্যানিশ সেন্টার ব্যাক। তার মতে, জিসাস ওলমো সঠিকভাবে ইনজুরি আক্রান্তদের দেখভাল করতে পারছেন না। রামোস ছাড়াও গ্যালাকটিকোদের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে ইনজুরি আক্রান্ত।

এর মধ্যে জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমা, লুকা মডরিচ, পেপে, দানি কারভাজাল ও মাতিও কোভাচিক রয়েছেন। রদ্রিগেজ ও মডরিচ মাঠে ফিরলেও তাদের ফিটনেসে এখনো ঘাটতি রয়েছে।

এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘মেডিকেল টিমের ডাক্তারদের বিষয়ে কথা বলার জন্য এটা সঠিক সময় নয়। তবে আমি মিথ্যা বলব না, ডাক্তারদের ওপর বিশেষ করে জিসাস ওলমোর প্রতি আমাদের আস্থা নেই। এটাই বাস্তবতা। ফিটনেস ধরে রেখে কিভাবে মৌসুম শেষ করা যায় সেদিকেই আমরা দৃষ্টি রাখছি। এর পরই সব বলব। ’

তবে রামোসের বক্তব্যের সঙ্গে মোটেও একমত নন কোচ রাফা বেনিতেজ। তিনি প্রকাশ্যেই বলেছেন, ‘রিয়ালের বর্তমান মেডিকেল টিম আমার দেখা সেরা। ’

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।