ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পার্সির পাশে দাঁড়ালেন সতীর্থ স্নাইডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
পার্সির পাশে দাঁড়ালেন সতীর্থ স্নাইডার ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশীপে জায়গা হারিয়ে নেদারল্যান্ডস দলের ভরাডুবি। জাতীয় দলের শেষ কটি ম্যাচে বাজে ফর্মের কারণে ছিলেন না অন্যতম সেরা স্টাইকার রবিন ফন পার্সি।

তবে ফর্ম ভালো করে ভবিষ্যতে ডাচ দলে আবারও জায়গা করে নিবেন পার্সি এমনটিই মনে করেন জাতীয় দলের সতীর্থ ওয়েসলি স্নাইডার।

চলতি বছরের আগস্টে নেদারল্যান্ডসের অধিনায়কত্ব হারান পার্সি। যা গত বিশ্বকাপ থেকে তিনি দলটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। পরে নতুন কোচ ড্যানি ব্লাইন্ডের অধীনে প্রীতি ম্যাচে ওয়েলস ও জার্মানির বিপক্ষে দল থেকে বাদ পড়েন ফেনেরবাখের এ ফুটবলার।

এদিকে স্নাইডারের জীবনেও ব্যতিক্রম ঘটেনি। তবে ইন্টার মিলানে দারুণ খেলা এ মিডফিল্ডার গালাতাসেরায় নিজের সেরা ফর্ম ফিরে পেলে আবারও দলে ফিরেন। কিন্তু পার্সি ক্ষেত্রে শংঙ্কা দেখছেন তিনি। কারণ বর্তমান ক্লাবের হয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ১৮ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছেন।

স্নাইডার বলেন, ‘যদি সে সেরা ফর্মে থাকতো তবে অবশ্যই দলে জায়গা পেত। এমন ঘটনা আমার বেলায়ও ঘটেছে। কিন্তু আমি নিজেকে আবারও ফিরে পেয়েছি। আমি মনেকরি পার্সি নিজের সেরাটা খেলে অন্যদের ভুল প্রমাণ করতে পারবে। ’

ইউরোতে যেতে ব্যর্থ ডাচরা বাছাইপর্বের গ্রুপে চার নম্বর থেকে শেষ করেছে। যেখানে তারা চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড ও তুরস্কের পেছনে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।