ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জলিলভ আঘাতে বিধ্বস্ত মামুনুল শিবির

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জলিলভ আঘাতে বিধ্বস্ত মামুনুল শিবির ছবি : সংগৃহীত

ঢাকা: মুচেকার জলিলভের চার গোলে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তাজিকস্তান। দলের হয়ে অন্য গোলটি করেন আখতাম খারমোকুলভ।


 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুসানবেতে খেলার শুরু থেকেই দারুণ একটি আক্রমণে বাংলাদেশের সীমানায় কাঁপন ধরায় স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধের ১৬ মিনিটেই দলকে ১-০ তে লিড এনে দেন জলিলভ। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই তাজিক মিডফিল্ডার। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

প্রথমার্ধে এগিয়ে থাকা তাজিকিস্তান দ্বিতীয়ার্ধে যেন আরও ক্ষুরধার। ৫১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আখতাম খারমোকুলভ। খারমোকুলভ যখন দলকে ৩-০ এর ব্যবধান এনে দিলেন, তখন নিজেকে যেন আর ধরে রাখতে পরছিলেন না জলিলভ। ৫৯ মিনিটে সফরকারীদের জালে বল জড়িয়ে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করেন। এরপর ৭২ মিনিটে আবারো জ্বলে উঠেন জলিলভ। তার চতুর্থ গোলে বাংলাদেশও মাঠ ছাড়ে বড় ব্যবধানে হারের তীব্র জ্বালা নিয়ে।
 
এর আগে, গেল ১৬ জুন ঢাকায় প্রথম লেগের খেলায় তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল স্বাগতিক বাংলাদেশ। আর একটি মাত্র ড্রতেই ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে ফ্যাবিও লোপেজের শিষ্যরা।

বাংলাদেশ সময় : ২০৫২ ঘন্টা, ১২ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।