ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আবারো স্পর্শ করলো দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। লা লিগার চলতি আসরে এইবারকে ৩-১ গোলে হারিয়ে মেসি-নেইমার-সুয়ারেজদের সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে অ্যাতলেতিকো।
পূর্ন তিন পয়েন্টের জন্য ঘরের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে মাঠে নামে স্বাগতিক অ্যাতলেতিকো। আলাদাভাবে এ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ফার্নান্দো তোরেস। অ্যাতলেতিকোর এই তারকা ক্লাবের হয়ে নিজের শততম গোলের দেখা পেয়েছেন।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। এইবার সুযোগ বুঝে প্রথম লিড নেয় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৬ মিনিটের মাথায় দলকে লিড পাইয়ে দেন কেকো। ১-০ গোলে পিছিয়ে পড়া অ্যাতলেতিকোর বেশি সময় লাগেনি ম্যাচে ফিরতে। ৫৬ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান জিমিনেজ। এর সাত মিনিট পর ম্যাচের ৬৩ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। দলের দ্বিতীয় গোলটি করেন সাউল।
দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে প্রায় সাড়ে ৪৫ হাজার দর্শককে উল্লাসে মাতিয়ে গোল করেন তোরেস। তার গোলে ৩-১ এ এগিয়ে থেকে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।
এ ম্যাচে জয়ের ফলে ফের বার্সাকে পয়েন্ট টেবিলে ধরে ফেলে অ্যাতলেতিকো। বর্তমান চ্যাম্পিয়ন বার্সা ২১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৫১ পয়েন্ট, অবস্থান শীর্ষে। আর দুই ম্যাচ বেশি খেলে অ্যাতলেতিকোরও সমান পয়েন্ট, অবস্থান দুইয়ে। ২২ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘন্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর/