ঢাকা: লা লিগার চলতি আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে এবারে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট টেবিলের একেবারে নিচে থাকা লেভান্তে। শীর্ষ দলটির বিপক্ষে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে খেলতে নামবে লেভান্তে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মাঠে নামবে দুই দল।
এ ম্যাচে দারুণ আত্মবিশ্বাস নিয়ে নামতে যাচ্ছে লুইস এনরিকের শিষ্যরা। গত ম্যাচে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়াকে। সে ম্যাচে চারটি গোল করেন লুইস সুয়ারেজ আর বাকি তিনটি গোল করেন লিওনেল মেসি। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই এ ম্যাচে সহজ জয় তুলে নিতে চায় কাতালানরা।
টানা ২৭ ম্যাচ অপরাজিত লুইস এনরিকের শিষ্যরা। আজকের ম্যাচটি জিতলেই একটি রেকর্ড গড়ে ফেলবে এনরিক ও বার্সা। কাতালানদের কোচ হিসেবে এনরিকের এটি শততম ম্যাচ। এ ম্যাচে না হারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলার ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
বার্সার বিপক্ষে খেলে লেভান্তে লা লিগার ২১ ম্যাচের মাত্র একটিতেই জিতেছে। ১৯৬৪ সালের অক্টোবরে কাতালানদের ৫-১ গোলে হারায় লেভান্তে। এছাড়া বাকি ১৬টি পরাজয় বরণ করে দলটি। আর ৪টি ম্যাচ ড্র হয়।
অ্যাওয়ে ম্যাচে সবশেষ ১৯ ম্যাচের মাত্র দুটিতেই পয়েন্ট খুঁইয়েছে বার্সা। দলের আক্রমণভাগও রয়েছে দুর্দান্ত ফর্মে। এ মৌসুমে লা লিগার আসরে মেসি-সুয়ারেজ আর নেইমার জুটি বেঁধে গোল করেছেন ৪৭টি। যার মাঝে সুয়ারেজ ১৯টি, নেইমার ১৬টি আর মেসি ১২টি গোল করেছেন।
লেভান্তে এ ম্যাচে মাঠে নামার আগে গত ৫টি ম্যাচের দুটিতে জিতলেও হেরেছে বাকি তিনটিতে। আর সবশেষ ৫ ম্যাচের সবগুলোতেই জয় বার্সার। দু’দলের মুখোমুখি সবশেষ পাঁচবারের দেখাতেও সব ম্যাচ জিতেছে বার্সা। ২১ ম্যাচে সর্বোচ্চ ৫১ পয়েন্ট নিয়ে মাঠে নামবে কাতালানরা। আর ২২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা লেভান্তেকে নামতে হবে শীর্ষে থাকা দলটির বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর