ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

খেলা

দ্বিতীয় মেয়াদে এসএ‌আরএফ’র সেক্রেটারি তাবিউর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দ্বিতীয় মেয়াদে এসএ‌আরএফ’র সেক্রেটারি তাবিউর ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান দ্বিতীয়বারের মতো সাউথ এশিয়ান রেসলিং ফেডারেশনের (এসএ‌আরএফ) সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

গৌহাটির একটি হোটেলে সাউথ এশিয়ান রেসলিং কর্তাদের সাধারণ মিটিংয়ে তাবিউর রহমান পালোয়ান আগামী পাঁচ বছরের জন্য সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

প্রেসিডেন্ট হয়েছেন ভারতের ব্রিজভুশন স্বরণ সিং।

সাউথ এশিয়ান রেসলিং ফেডারেশনের সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর তাবিউর রহমান জানান, ‘ভালো লাগছে যে, ২০০৬ সালের পর আবারও দ্বিতীয়বার এ দায়িত্ব পেলাম। এবার বাংলাদেশের রেসলাররা অনেক সুযোগ পাবে আশা করি। ভারত আমাকে বলেছে নতুন নতুন ভালো খেলোয়াড় দিলে তারা এক বছরের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই পদে থেকে বাংলাদেশের কুস্তির জন্য ভালো কিছু করার চেষ্টা থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।