ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ কোর্সে শুরু হবে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ ২০১৬’ এর দ্বিতীয় আসর।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি), তখনও দিনের আলো ফোটেনি। রাতের শেষ প্রহরের অন্ধকার ও কুর্মিটোলা গলফ ক্লাবের কৃত্রিম আলোয় ক্লাব চত্বরে ঢুকেই টের পাওয়া গেলো এখানে ‘বড়’ কোনোকিছুর ‘মহাযজ্ঞ’ চলছে।
আর সেই মহাযজ্ঞকে সামনে রেখে ফজরের আযানের পর থেকেই ক্লাবের ভেতরে ও বাইরে গলায় অ্যাক্রিডেশন কার্ড ঝুলিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছেন ক্লাবটির কর্মকর্তা ও কর্মচারীরা। কেউ ছুঁটছিলেন স্টিকস কাঁধে, কেউবা গলফারদের স্টিকস গাড়িতে চাপিয়ে কোর্সে নিয়ে যেতে।
শুধুই কী কর্মকর্তা-কর্মচারী? টুর্নামেন্ট শুরুর আগে মঙ্গলবার শেষ দিনের প্রস্তুতি সেরে নিতে গলফ কোর্সে এসে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের পেশাদার গলফাররাও।
এভাবে প্রায় দেড় ঘণ্টা অতিবাহিত হওয়ার পর সকাল সাড়ে সাতটায় বেজে উঠলো একটি বাঁশি। লাল জামা, কালো প্যান্ট ও মাথায় ক্যাপ পড়া এক থাই ভদ্রলোক বাজালেন এই বাঁশি। তারপরেই এক নম্বর হোল থেকে শট নিয়ে দিনের ওয়ার্মআপ শুরু করলেন পেশাদার ও অ্যামেচার গলফাররা।
মঙ্গলবার এখানে মূলত ওয়ার্মআপ ম্যাচই অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে বুধবার।
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ ২০১৬’ এর দ্বিতীয় আসর। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ২৩১ জন গলফার অংশ নেবেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৩০ জন গলফার। এর মধ্যে ২৫ জন প্রফেশনাল ও ৫ জন অ্যামেচার।
টুর্নামেন্টের এবারের মোট প্রাইজমানি ৩ লাখ মার্কিন ডলার। এছাড়া আয়োজনের জন্য খরচ হবে আরও ২ লাখ ডলারের মতো। পুরো অর্থ দেবে পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।
এদিকে, গতবারের ধারাবাহিকতায় এবারের আসরেও আছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানসহ সুজিত, মাজেদ, দুলাল, জামাল, মিলন ও লিটন হাওলাদার।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এইচএল/জেডএস