ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

আলভেসকে পেতে চাইনিজ ক্লাবের লোভনীয় প্রস্তাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আলভেসকে পেতে চাইনিজ ক্লাবের লোভনীয় প্রস্তাব ছবি : সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান ফুটবল লিগের বেশ কয়েকজন খেলোয়াড়কে ভাগিয়ে এনে ইতোমধ্যেই খবরের শিরোনাম হয়েছে চাইনিজ সুপার লিগ। এবার বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে পেতে তার এজেন্টের কাছে লোভনীয় প্রস্তাব দিয়েছে একটি চীনা ক্লাব।



স্প্যানিশ দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। অবশ্য, চাইনিজ ক্লাবটির নাম জানা যায়নি।

সূত্রমতে, তিন বছরের চুক্তির জন্য আলভেসের এজেন্টকে প্রস্তাব দিয়েছে একটি চাইনিজ ক্লাব। প্রতি মৌসুম বাবদ যার আর্থিক মূল্য ধরা হয়েছে ১২ মিলিয়ন ইউরো। অবশ্য, অফিসিয়াল চুক্তির বিষয়টি নাকি এখনো অপেক্ষমান।

এদিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চাইনিজ সুপার লিগের ট্রান্সফার উইন্ডো খোলা ‍থাকছে। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বার্সা তা মূল্যায়ন করবে বলেও জানা যায়।

একটি ব্যাপার নিশ্চিত যে, দক্ষিণ আমেরিকান তারকাদের পূর্ব এশিয়ায় পাড়ি জমানোর প্রবণতা দিনকে দিন বাড়েই চলছে! ইতোমধ্যেই (জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে) অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ, চেলসি থেকে ব্রাজিলিয়ান রামিরেস, রোমা ছেড়ে আইভরিকোস্ট ফরোয়ার্ড জারভিনহো ও শাখতার দোনেস্ক হতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স তেজেইরা চাইনিজ ক্লাবে পাড়ি জমিয়েছেন।

শুধু তাই নয়, পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার এজেকুয়েল লাভেজ্জিরও চীনে উড়াল দেওয়ার সম্ভাবনা রয়েছে!

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএম

** চীনে পাড়ি জমাচ্ছেন লাভেজ্জি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।