ঢাকা: হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছে। চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই ‘স্পেশাল ওয়ান’কে ঘিরে এমন গুজব ছড়াচ্ছে।
ব্রিটিশ ট্যাবলয়েড দৈনিক ‘দ্য ডেইলি মেইল’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম।
সূত্রমতে, মরিনহো তার এক কাছের বন্ধুকে বলেছেন, আসছে সামার সিজনে তার ম্যানইউতে যোগ দেওয়া নিশ্চিত। আগামী মৌসুমেই ইংলিশ জায়ান্টদের দায়িত্ব নেওয়ার বিষয়টিই পর্তুগিজ কোচ নিশ্চিত করেছেন বলে জানা যায়।
বাজে পারফরম্যান্সের জের ধরে গত বছরের ডিসেম্বরে মরিনহোকে কোচের পদ থেকে বরখাস্ত করে চেলসি। এরপর থেকেই তার ম্যানইউর কোচ হওয়া নিয়ে গুজব রটে। অবশ্য, রেড ডেভিলসরা এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি।
অন্যদিকে, ম্যানইউর বর্তমান কোচ লুইস ফন গালের চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি। তবে চলতি মৌসুমে ক্লাবের পারফরম্যান্স ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। আগামী মৌসুমে ফন গালের শিষ্যরা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
ইংলিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিচেস্টার সিটির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ম্যানইউ (৪১)। মৌসুম শেষের আগে রুনিদের হাতে আছে আর ১৩টি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম