ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

শাকিলের হাত ধরে বাংলাদেশের চতুর্থ স্বর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শাকিলের হাত ধরে বাংলাদেশের চতুর্থ স্বর্ণ ছবি: সংগৃহীত

ঢাকা: শাকিল আহমেদের হাত ধরে চলমান এস গেমসের চতুর্থ স্বর্ণ জিতল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ান গেমেসের এবারের আসরে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ জিতেছেন শাকিল।



এর আগে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পাইয়ে দেন ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত। পরের দুটি স্বর্ণ আসে সাঁতারে। ১০০ ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুটি স্বর্ণই জেতেন মাহফুজা আক্তার শীলা।

বুধবার বিকেলে ছেলেদের ৫০ মিটার পিস্তলে ১৮৭.৬ স্কোর করে প্রথম হন শাকিল। তার পরের দুটি অবস্থান যায় ভারত ও পাকিস্তানের ঘরে। ভারতের প্রকাশ ওম ১৮৭.৩ স্কোর করে রুপা আর পাকিস্তানের খান কলিমুল্লাহ ১৬৫.৯ স্কোর করে ব্রোঞ্জ জেতেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।