ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

শেখ জামালের দায়িত্ব নিলেন মানিক

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শেখ জামালের দায়িত্ব নিলেন মানিক

ঢাকা: শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম মানিক।

ক্লাবের গুলশান কার্যালয়ে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মাধ্যমে কোচ হিসেবে মানিক দায়িত্ব গ্রহণ করেন।



রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ক্লাবের সভাপতি মনজুর কাদের, ক্লাবের পরিচালক আব্দুল গাফফার, হাসান আহমেদ চৌধুরী কিরণ, আব্দুল্লাহ-আল-জহির স্বপন, ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।