ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

ট্রেবলের আশা বাঁচিয়ে রাখলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ট্রেবলের আশা বাঁচিয়ে রাখলো বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: ডিএফবি পোকালে ১০ জনের বোচহামকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ। দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি।

আর এ জয়ের ফলে চলতি আসরের ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা।

রিউরপাওয়া স্টেডিয়নে বুধবার রাতে আতিথিয়েতা নিতে যায় বুন্দেসলিগার শীর্ষ দলটি। আর ম্যাচের ৩৮ মিনিটে থমাস মুলারের সহায়তায় বায়ার্নের হয়ে লিড নেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডভস্কি।

এদিকে ম্যাচের ৪৩ মিনিটে বোচহাম ফুটবলার জান সিমুনিক ফাউল করলে রেফারি তাকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। অপরদিকে পেনাল্টি পায় বায়ার্ন। তবে পেনাল্টি থেকে গোল করে দলের লিড দ্বিগুন করতে পারেননি মুলার।

বিরতির পর খেলার ৬১ মিনিটে লিড দ্বিগুন করেন থিয়াগো আলকান্ত্রা। এই গোলেরও যোগানদাতা ছিলেন জার্মান স্ট্রাইকার মুলার। আর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরিয়ান রোবেনের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন লেভান্ডভস্কি।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হয়ে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।