ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

খেলা

রইলো বাকি পাঁচ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, ফেব্রুয়ারি ১১, ২০১৬
রইলো বাকি পাঁচ শাখাওয়াত সোহেল, আব্দুল মতিন, জামাল হোসেন ও সিদ্দিকুর রহমান/ছবি: কাশেম হারুন

ঢাকা: শেষ হলো ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র এর দ্বিতীয় আসরের দ্বিতীয় রাউন্ডের খেলা। আর দ্বিতীয় রাউন্ড শেষে কাট পেলেন বা টিকে রইলেন বাংলাদেশের পাঁচ গলফার।

বাকি ২৬ জনই কাট মিস করেছেন অর্থা‍ৎ বাদ পড়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় রাউন্ড শেষে এবারের আসরের কাট নিস্পত্তি হয়।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এশিয়ান ট্যুরের এবারের আসরে অংশ নিয়েছিলেন ৩১ গলফার।

বাংলাদেশের হয়ে কাট পেয়ে বাকি দুই রাউন্ডের জন্য আছেন; সিদ্দিকুর রহমান, শাখাওয়াত হোসেন সোহেল, জামান হোসেন, আব্দুল মতিন ও মো: সায়েম।

দ্বিতীয় রাউন্ড শেষে ৬ আন্ডার পার খেলে যুগ্মভাবে বাংলাদেশের গলফারদের মধ্যে শীর্ষে আছেন শাখাওয়াত সোহেল ও আব্দুল মতিন। ৫ আন্ডার পার খেলে তাদের পরেই আছেন জামাল হোসেন। ৩ আন্ডার পার নিয়ে তৃতীয়স্থানে সিদ্দিকুর রহমান আর ২ আন্ডার পার খেলে সিদ্দিকুরের পরে আছেন মোঃ সায়েম।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।