ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ্বিতীয় বিভাগ দাবায় শীর্ষে সাত দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
দ্বিতীয় বিভাগ দাবায় শীর্ষে সাত দল

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৬ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৭টি দল পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

দলগুলো হলোঃ জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি, সোনাগাঁও চেস ক্লাব, ইসফট এরিনা, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, মর্নিং গ্লোরী চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ ও নিউ নেশন চেস ক্লাব ফেঞ্চুগঞ্জ।

শুক্রবার (০৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় জনতা ব্যাংক ৩.৫-০.৫ পয়েন্টে জিআইআইটি চেস একাডেমিকে, সোনারগাঁও চেস ৪-০ পয়েন্টে আসাদ চেস ক্লাব হবিগঞ্জকে, ইসফট ২.৫-১.৫ পয়েন্টে রয়েল ইলেকট্রনিক্সকে, উত্তরা সেন্ট্রাল ৩-১ পয়েন্টে বিসিএফ স্পোর্টসকে, মর্নিং গ্লোরী ৪-০ পয়েন্টে দেশ সেরা ক্রীড়া চক্র কক্সবাজারকে, বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ পয়েন্টে বুয়েট চেস টিমকে, নিউ নেশন চেস ৩-১ পয়েন্টে শান্তিনগর ক্লাবকে, গেন্ডারিয়া ফ্রেন্ডস চেস ক্লাব ৪-০ পয়েন্টে ডিপিএস এসটিএস স্কুল (গার্লস)-কে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৩-১ পয়েন্টে ক্রিয়েটিভ চেস ক্লাবকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় চেস ক্লাব (গ্রিন) ৩-১ পয়েন্টে সবুজ সংঘকে ও মহিলা দাবা সমিতি-এ ৩-১ পয়েন্টে ডিপিএস এসটিএস স্কুল (সিনিয়র)-কে, ক্যাসপারভ চেস ক্লাব ৩-১ পয়েন্টে মহিলা দাবা সমিতি-বি কে পরাজিত করে।

এছাড়া, লার্নিং চেস একাডেমি ২-২ পয়েন্টে বড়দের দাবা স্কুলের সাথে ড্র করে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।