ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুমিল্লা সেনানিবাসে ফার্স্ট ফকির নিটওয়্যার কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
কুমিল্লা সেনানিবাসে ফার্স্ট ফকির নিটওয়্যার কাপ গলফ টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ফার্স্ট ফকির নিটওয়্যার কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে এই টুর্নামেন্টের সমাপ্তি শেষে পুরস্কার বিতরণ করা হয়।

৩ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় পর্যায়ের এবং বিভিন্ন ক্লাব থেকে আশা শতাধিক গলফার অংশ নেন।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. রাশেদ আমিন, এনডিসি, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।