ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাঙামাটিতে ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
রাঙামাটিতে ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে ১০ দিনব্যাপী ভলিবল প্রশিক্ষন ক্যাম্প সম্পন্ন হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) দুপুরে  আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ক্যাম্পের পর্দা নামে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-পরিষদের আয়োজনে রাঙ্গামাটি চিংহ্লমং মারী স্টেডিয়ামের কনফারেন্স রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন রাঙমাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-পরিষদের আহবায়ক প্রীতম রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান।

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘প্রশিক্ষণই শেষ কথা নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও কলাকৌশলকে কাজে লাগিয়ে নিজেকে ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। ভলিবলে রাঙামাটির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সে ইতিহাসকে আবারো নতুন করে নতুন মাত্রায় পরিচিত করে তুলতে হবে। ’

এ প্রশিক্ষন কর্মসূচীতে ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পুরস্কার বিতরণীতে তাদের হাতে সনদপত্র প্রদান করা হয়।

তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-পরিষদের আয়োজনে এ প্রশিক্ষন পরিচালিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ভলিবল ফেডারেশনের ভলিবল কোচ কৃতি রাজ খীসা ঝিনুক ও স্থানীয় কোচ সঞ্জীবন চাকমা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।