ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ডিআরইউ ক্রীড়া উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
শুরু হচ্ছে ডিআরইউ ক্রীড়া উৎসব ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে আগামীকাল (০৯ নভেম্বর, বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব'।

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে আগামীকাল (০৯ নভেম্বর, বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব'।

এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য মঙ্গলবার (০৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহমেদ রাজু, ক্রীড়া সম্পাদক মো. মজিবর রহমান, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্রীড়া উৎসবে পুরুষদের ১০টি ইভেন্ট ও নারীদের ৫টি ইভেন্ট থাকছে। এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টাফদের জন্য থাকছে আরো দুটি ইভেন্ট। সব মিলিয়ে মোট ১৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘এ বছরই আমরা প্রথমবারের মতো ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে সদস্য ও সন্তানদের সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব, হ্যান্ডবল টুর্নামেন্ট, মিডিয়া কাপ ফুটবল ও মিডিয়া কাপ ক্রিকেটের আয়োজন করেছি। এ বছর বিশেষভাবে ডিআরইউ কর্মকর্তা ও কর্মচারিদের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে ইনডোর গেমস। এ আয়োজনে মার্সেলকে আমাদের স্পন্সর হিসেবে পেয়েছি। তার জন্য মার্সেলকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও তারা আমাদের বিভিন্ন কর্মসূচিতে পাশে থাকবেন বলে আশা করি। ’

সংবাদ সম্মেলনে ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকেই আমার চিন্তা-ভাবনা ছিল ডিআরইউ’র ক্রীড়াঙ্গনে নতুন কিছু সংযোজন করার। সেই পরিকল্পনা থেকেই নতুন নতুন বিষয় এবারের আয়োজনে অর্ন্তভুক্ত করা হয়েছে। এই ইনডোর গেমস আয়োজনের উদ্যোগ তারই ধারাবাহিকতার একটি অংশ। ’ 

এবারের মার্সেল ক্রীড়া উৎসবে থাকছে ব্রীজ, দাবা, ব্যাডমিন্টন, ক্যারম, মিনি ম্যারাথন, গোলক নিক্ষেপ, আর্চারি (তীর ধনুক), শুটিং, টেবিল টেনিস ও সাঁতার। নারী সদস্যদের জন্য থাকছে শুটিং, সাঁতার, দাবা, ক্যারম ও মিনি ম্যারাথন। ডিআরইউ ক্রীড়া উৎসবে প্রায় ৭৫০ জন সদস্য নাম এন্ট্রি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।