ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পরের ম্যাচে চোখ রাখছে রংপুর রাইডার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
পরের ম্যাচে চোখ রাখছে রংপুর রাইডার্স ছবি: শোয়েব মিথুন

তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে নয় উইকেটে উড়িয়ে দিয়ে বিপিএলের চতুর্থ আসরে দুর্দান্ত সূচনা করেছে রংপুর রাইডার্স। এবার তারা চোখ রাখছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। 

মিরপুর থেকে: তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে নয় উইকেটে উড়িয়ে দিয়ে বিপিএলের চতুর্থ আসরে দুর্দান্ত সূচনা করেছে রংপুর রাইডার্স। এবার তারা চোখ রাখছে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে তাদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।
 
এ ম্যাচেও জয়ে চোখ রাখছেন রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাঈম বলেন, যেকোনো দলের জন্যই জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটা করতে পেরেছি, এখন পরবর্তী ম্যাচের দিকে চোখ রাখছি। সামনের ম্যাচেও জয়ে ফোকাস থাকবে আমাদের।
 
চিটাগাংয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্য পাঁচ ওভার হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায় রংপুর। মাত্র ৫২ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে জয় সহজ করেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।  

সামনের ম্যাচগুলোতে রংপুরের জন্য এভাবেই শেহজাদ ব্যাট চালাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন নাঈম, শেহজাদ খুবই ভালো ব্যাট করেছেন। তার কাছে আমাদের প্রত্যাশা এমনই। আশা করি তিনি এমন আরও ইনিংস উপহার দেবেন আমাদের।

ম্যাচসেরার পুরস্কারটি শেহজাদের হাতেই ওঠে। আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যদের সঙ্গে শেহজাদের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান। একাধিক প্রতিষ্ঠানের মালিকানায় থাকা রংপুর রাইডার্সের টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।