ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেডারেশন থেকে সিয়াম-ফাহাদকে শোকজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফেডারেশন থেকে সিয়াম-ফাহাদকে শোকজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম এবং ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে বাংলাদেশ দাবা ফেডারেশন শোকজ করেছে। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম।

ঢাকা: ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম এবং ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে বাংলাদেশ দাবা ফেডারেশন শোকজ করেছে। সিয়াম ওমিকন ৪২তম জাতীয় 'এ' দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী রাউন্ডে ওয়াকওভার দেওয়ায় এবং ফাহাদ শেষ মুহূর্তে চীনের জিয়াঝিংয়ে অনুষ্ঠিত এশিয়ান নেশনস কাপে না যাবার কারণে শোকজ পাঠানো হয়।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। তিনি জানান, ‘জাতীয় দাবার সর্বোচ্চ আসরে ওয়াকওভার দেওয়া মেনে নেওয়া যায় না। এতে প্রতিযোগিতার সৌন্দর্য হারায়। সিয়ামকে খেলতে হলে অবশ্যই অঙ্গিকারনামা দিতে হবে ভবিষ্যতে তিনি ওয়াকওভার দিতে পারবেন না। তবেই তাকে জাতীয় দাবার পরবর্তী ম্যাচগুলোয় অংশ নিতে দেওয়া হবে।
অন্যদিকে ফাহাদ এশিয়ান নেশনস কাপে অংশ না নেওয়ার বিষয়টি সহজভাবে নিচ্ছে না ফেডারেশন। কারণ এ আসরে সে খেলতে গেলে বাংলাদেশ দাবা দলের আরো ভালো করার সম্ভাবনা ছিল। এমনকি নেশনস কাপে সেরা তিনে থাকারও উজ্জ্বল সম্ভাবনা ছিল। তার কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে ফেডারেশন কঠোর সিদ্ধান্ত নিতে পারে। ’

এদিকে, সিয়াম অঙ্গিকারনামা দিয়েই জাতীয় দাবার পরবর্তী ম্যাচগুলোয় অংশ নেবেন বলে জানা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেওয়ায় তিনি সেদিন খেলতে যেতে পারেননি। ফেডারেশনের কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে বাকি তিনটি পরীক্ষা না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিয়াম। তাই তাকে ‘ক্ষমা’ করা হয়েছে।

আর ফাহাদের বাবা নজরুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সাব জুনিয়র, জুনিয়র ও জাতীয় 'বি' দাবায় অংশগ্রহণের পর ফাহাদ অসুস্থ হয়ে পড়ায় চীনে যেতে পারেনি। ’ তবে পুরো বিষয়টা ফেডারেশনকে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।