ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবলের ক্ষত, রোল বলে প্রতিশোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ফুটবলের ক্ষত, রোল বলে প্রতিশোধ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে ভুটানের কাছে ৩-১ গোলে করুণ ভাবে হারার ক্ষত এখনও ভরছে বাফুফে। তবে এবার এক প্রকার মধুর প্রতিশোধ নেয়া হয়ে গোলো। জয় নিয়ে ফিরলো বাংলাদেশ। কিন্তু এ যাত্রাটা ফুটবলের নয়, রোল বলে।

শনিবার ৪র্থ রোল বল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ রোল বলের পুরুষ দল। প্রথম ম্যাচে দুর্দান্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলাটি শিডিউলের আগেই অনুষ্ঠিত হয়।

ফুটলবলের ক্ষতের প্রতিশোধ কি রোল বল দিয়ে হয়, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক আসিফ বাংলানিউজকে জানান, 'সেই ক্ষত পূরণ হবার নয়, তবে আমরা এর আগের টুর্নামেন্টেও তাদের হারিয়েছিলাম, এবারও হারাতে পেরেছি এজন্যই খুশি। তবে আরও গোল দেয়ার সামর্থ ছিল আমাদের। '

গুণে গুণে নয়টি গোল হজম করেছে ভুটান। প্রথম থেকেই ম্যাচের ড্রাইভিং পজিশনে ছিল আসিফরা। প্রথমার্ধ শেষ হয়েছে উত্তেজনা ছড়িয়ে। ৩-২ এ এগিয়ে যায় আসিফরা। দ্বিতীয়ার্ধে আরো ক্ষিপ্র হয় তারা। ভুটানের জালে জড়ায় আরো ৬ টি গোল। এ সময় ভুটান কোন গোল করতে পারেননি।

তবে অনেক সুযোগ নষ্ট করেছে হৃদয়-আসিফরা। নাহলে আরও পাঁচটি গোল হতে পারতো। হৃদয় ও আরাফাত করেছে ৪টি করে গোল। বাকি একটি আরাফাত।  এ নিয়ে দু’ম্যাচে হৃদয়ের গোল সংখ্যা ১৫ টি হলো।

আগামীকাল রবিবার (১৯ শে ফেব্রুয়ারি) মায়ানমারের বিপক্ষে ম্যাচ । এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার আসিফের কণ্ঠে, 'এটাও সহজ জয় হবে। আমরা জিতবো। '

ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ। প্রথম দিন হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়েছিল আসিফরা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমএমএস

**এবার ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।