ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাবে কে?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ফেব্রুয়ারি ২০, ২০১৭
অপ্রতিরোধ্য বাংলাদেশকে থামাবে কে? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টানা চার ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে আছে বাংলাদেশ রোল বলের পুরুষ দল। এবার আসিফদের সামনে চাইনিজ তাইপে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ ১৬ নিশ্চিত করেছে আগেই।

চাইনিজ তাইপের সঙ্গে শীর্ষ আটে যাওয়ার লড়াইয়ে মিরপুর স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপপর্বের ম্যাচগুলোতে মাত্র তিনটি গোল খেয়েছে বাংলাদেশ।

পক্ষান্তরে গোল দিয়েছে ৪০টি!

প্রথম ম্যাচে হংকংকে ১৯ গোলো ভাসিয়েছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচে ১১ গোলে মায়ানমারকে উড়িয়ে দিয়েছিল, শেষ ম্যাচে ফিজিকেও ৯ গোল দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে আছে আয়োজক বাংলাদেশ।

দলের আক্রমণভাগ যেমন শক্তিশালী, দলের রক্ষণভাগ সমান শক্তিশালী। সবমিলে ২০ গোল দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশেরই দ্বীন ইসলাম হৃদয়, আরাফাতও আছেন দুর্দান্ত ফর্মে।

ফর্মের তুঙ্গে থাকা এই দলকে কি পুচকে চাইনিজ তাইপে আটকাতে পারবে, এমন প্রশ্নের জবাবে পুরুষ দলের অধিনায়ক জানান, 'আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা জিতবো। ভালোভাবেই জিতবো। '

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।