ওআইসির ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিয়েছে এই গেমসে। বাকু শুটিং সেন্টারে শনিবার (১৩ মে) ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ স্কোর গড়ে রুপা জেতেন রাব্বি।
বাছাইপর্বে দ্বিতীয় হয়েছিলেন রাব্বি। বাংলাদেশের আরেক শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি বাছাইপর্বে ষষ্ঠ হয়েছিলেন। কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই তারকা মূলপর্বে হয়েছেন পঞ্চম।
বাংলাদেশ জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন ও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিচ্ছে।
এদিকে, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৪১০.৪ স্কোর গড়ে ষষ্ঠ হওয়া আতকিয়া হাসান দিশা ফাইনালেও ষষ্ঠ হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি