ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

খেলা

রাব্বির হাত ধরে পদক জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, মে ১৩, ২০১৭
রাব্বির হাত ধরে পদক জিতলো বাংলাদেশ রাব্বির হাত ধরে পদক জিতলো বাংলাদেশ

আজারবাইজানের বাকু শহরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। শ্যুটিংয়ে বাংলাদেশের শ্যুটার রাব্বি হাসান মুন্না রৌপ্য জিতেছেন।

ওআইসির ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিয়েছে এই গেমসে। বাকু শুটিং সেন্টারে শনিবার (১৩ মে) ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ স্কোর গড়ে রুপা জেতেন রাব্বি।

২৪৯.৮ স্কোর গড়ে এই ইভেন্টের সোনা জিতেছেন তুরস্কের ওমর আকগুন। আর উজবেকিস্তানের সাদখান সাইফুদ্দিনোভ ২২৪.১ পয়েন্ট স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ।

বাছাইপর্বে দ্বিতীয় হয়েছিলেন রাব্বি। বাংলাদেশের আরেক শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি বাছাইপর্বে ষষ্ঠ হয়েছিলেন। কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই তারকা মূলপর্বে হয়েছেন পঞ্চম।

বাংলাদেশ জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন ও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিচ্ছে।

এদিকে, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৪১০.৪ স্কোর গড়ে ষষ্ঠ হওয়া আতকিয়া হাসান দিশা ফাইনালেও ষষ্ঠ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।